
বাংলাদেশে পণ্য আমদানির জন্য বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের দপ্তর থেকে আমদানি পারমিট (আইপি) গ্রহণ করতে হয়। এই পারমিট সাধারণত Free of Cost (FoC) শিপমেন্টের ক্ষেত্রেই হয়ে থাকে।
প্রথমেই আমাদের জানা দরকার -
আমদানি পারমিট কি? What is Import Permit in Bangladesh
সাধারণত বিদেশ থেকে পণ্য আমদানি করে দেশের ভেতরে ক্রয়-বিক্রয় করার জন্য এলসি (LC) খোলা হয়ে থাকে। কিন্তু এলসি (LC) খোলা ছাড়াও কিছু কিছু ক্ষেত্রে পণ্য আমদানি করার জন্য আমদানী-নীতি-আদেশ-২০২১-২০২৪ এ বিশেষ বিধান রয়েছে। আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের দপ্তর থেকে আমদানি পারমিট গ্রহণ করতে হয়।
সহজ কথায় বলতে গেলে -
আমদানি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ কর্তৃক ইস্যুকৃত আমদানি অনুমতি পত্র (Import Permit) ই হচ্ছে আমদানি পারমিট। এটি একটি ডিজিটাল প্রিন্ট সার্টিফিকেট, সচারাচর পিডিএফ ফরমেটেই সিসিআইএন্ডই এর ওএলএম সিস্টেম থেকে ডাউনলোড করে প্রিন্ট কপি কাস্টমস্ বা অন্যান্য কাজে ব্যবহার করা হয়ে থাকে।
সিসিআইএন্ডই কর্তৃক প্রদত্ত কয়েকটি পারমিট এর নাম ও ধরণ নীচে দেয়া হলো
এখানে পারমিট বলতে বোঝানো হচ্ছে - আমদানি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ কর্তৃক ইস্যুকৃত অনুমতিপত্র। যেমন আমদানি পারমিট, ক্লিয়ারেন্স পারমিট (ছাড়পত্র), ফেরতের ভিত্তিতে আমদানি পারমিট, ক্ষেত্র বিশেষে রপ্তানি তথ্য আমদানি পারমিট ইত্যাদি।
আমদানি পারমিট পূর্বানুমতির ভিত্তিতে (Import Permit Prior Permission Basis)
যখন বিদেশ থেকে দেশের ভেতর বিনামূল্যে স্যাম্পল, ওয়ারেন্টি রিপ্লেসমেন্ট, প্রদর্শনীতে অংশগ্রহণ বা উপহার হিসেবে পণ্যসামুগ্রী পাঠানো হবে তখন, পাঠানোর পূর্বেই Consignee আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের দপ্তর থেকে একটি আমদানি পারমিট পূর্বানুমতির ভিত্তিতে নিতে হবে।
পূর্বানুমতি পত্র পাওয়ার পর Consignee ইম্পোর্ট পারমিট (আইপি)’র জন্য Chief Controller of Imports & Exports(CCI&E) বরাবর আইপি আবেদন করবেন।
এই পারমিশন সাধারণত বিদেশ থেকে কোন পণ্য আনার পূর্বেই নিতে হয়, আমদানির এই পদ্ধতিকে বলা হয় আমদানি পারমিট পূর্বানুমতির ভিত্তিতে (import permit prior permission basis)
নোটঃ পূর্বানুমতি (Prior Permission) পত্রের জন্য ম্যানুয়ালি আবেদন জমা দিতে হবে কারণ কারন; এই সেবাটি এখনো বাংলাদেশ সরকারের ই সার্ভিস (e service) cci&e olm সিস্টেমে অর্ন্তভূক্ত হয়নি।
পূর্বানুমতি (Prior Permission) আবেদনের জন্য যেসব কাগজপত্রের দরকার হবে-
১। প্রধান নিয়ন্ত্রকের বরাবরে এপ্লিকেশন (আবেদন পত্র)। এখানে; পণ্যটি সম্পর্কে বিস্তুরিত তুলে ধরতে হবে যেমন, কি কারনে, কার কাছে পণ্য চালানটি এসেছে ইত্যাদি।
২।প্রোফরমা ইনভয়েস
৩। পণ্যের ক্যাটালগ
৪। শিপার এর চিঠি,
৫। যাদেরকে সরবরাহ করা হবে তাদের নাম, ঠিকানা
৬। চুক্তিনামা অথবা ইমেইল আদান প্রদানের নমুনা কপি
৭। প্রযোজ্য ক্ষেত্রে সরকারি সংশ্লিষ্ট দপ্তরের অনাপত্তিপত্র (NOC)
পূর্বানুমতি (Prior Permission) না নিয়ে আমদানি পারমিট (আইপি) কিভাবে পাওয়া যাবে?
মনে রাখতে হবে, আইপি আবেদনের আগে পূর্বানুমতি নেয়া আবশ্যক। যদি কোনো কারণে শিপমেন্ট বন্দরে চলে আসে তখন আর আইপি আবেদন করা যাবেনা। তার পরিবর্তে ক্লিয়ার পারমিট (Clear Permit) বা সিপি’র জন্য আবেদন করতে হবে।
পণ্যটি খালাস করতে গেলে কাস্টমস্ আমদানি নীতি আদেশ ২০২১-২০২৪ এর অনুচ্ছেদ ৮(২) এর বিধান লংঘিত হয়েছে বলে আটকাদেশ দিবে।
আশা করি, "আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের দপ্তর থেকে যেভাবে নিবেন আমদানি পারমিট (আইপি)" শীরনামে লেখাটি আপনার কাছে ক্লিয়ার করতে পেরেছি।
বিশেষ করে “আমদানি পারমিট পূর্বানুমতির ভিত্তিতে” বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ।
যদি কোথাও কোন টার্ম বুঝতে অসুবিধা হয়, তবে কমেন্টে জানাবেন। উত্তর দেয়ার চেষ্টা করবো।
পরবর্তী নিবন্ধঃ Import Permit Online Application Bangladesh, কিভাবে করবেন বিস্তারিত।
হেল্পফুল লিঙ্ক - আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের দপ্তর
আরো পড়ুন - Exploring the Diverse World of Export Items from Bangladesh
Post tag: #importpermit #ip