বিডি সিটিজেন গাইড (BD Citizen Guide) একটি বাংলা ব্লগ। বাংলা ভাষার পাশাপাশি স্বল্পপরিশরে বিজনেস ও সমসামুয়িক বিষয়ে কিছু ইংলিশ নিবন্ধও প্রকাশ করা হয়ে থাকে।
বিডি সিটিজেন গাইড মূলত: বাংলাদেশ সরকার-এর দেয়া বিভিন্ন ইসেবা ও এখন অবধি ইসেবার আওতাভূক্ত নয়, এমনসব বিশেষ নাগরিক সেবা নিয়ে তথ্য দিয়ে থাকে।
বিডি সিটিজেন গাইড (BD Citizen Guide) দেশীয় ও আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্য যেমন; আমদানি রপ্তানি, জন্মনিবন্ধন, ই পাসপোর্ট, এনআইডি কার্ড ইত্যাদি সার্ভিসগুলো কোথা থেকে পাওয়া যাবে, কি কি নিয়ম-কানুন রয়েছে, সরকারি সেবা গ্রহণের জন্য কত ফি দিতে হয় ইত্যাদি বিষয়গুলো নিয়ে লেখা প্রকাশ করে।
এছাড়াও ব্লগটিতে টেকনোলজি বিষয়ে নানা খবরা-খরবর, টিপস্ এন্ড ট্রিক্স বিষয়ে একটি বিশেষ শাখা রয়েছে।
ব্লগটির বিষয়ে আরো কিছু জানতে চাইলে যোগাযোগ করুন- srozybd@gmailcom
অথবা আমাদের পাবলিশ করা পোষ্টে কমেন্ট করে জানাতে পারেন।