বিডি সিটিজেন গাইড (bdcitizenguide.blogspot.com) ব্লগে আপনাকে স্বাগতম। এটি একটি পারশোন্যাল ব্লগ, এখানে বাংলাদেশ সরকারের বিভিন্ন সেবা বিশেষ করে সরকারি ই সেবা সমূহ (E Services) বা ই নাগরিক সেবা নিয়ে তথ্যবহুল আলোচনা করা হয়।
পাশাপাশি, আমদানি রপ্তানি, অর্থ ও ব্যবসা বাণিজ্য, জন্মনিবন্ধন, ই পাসপোর্ট, এনআইডি’র মত গুরুত্বপূর্ণ সরকারি সার্ভিসগুলো পাওয়ার ক্ষেত্রে করণীয় ও পদ্ধতি সম্পর্কে তুলে ধরা হচ্ছে।
এছাড়াও টেকনোলজি নিউজ, টেকনোলজি টিপস নিয়ে একটি বিশেষ শাখা রয়েছে। ব্লগটির একটি মতামত শাখাও রয়েছে, এই শাখায় রাজনীতি, অর্থনীতি, সমাজ, ধর্ম, সমসামুয়িক বিশ্ব পরিস্থিতি ও বিশ্ব বাণিজ্যের মত বিষয়গুলো স্থান পেয়েছে।
ব্লগটির ফোকাশ পয়েন্ট হচ্ছে - বাংলাদেশ সরকারের নাগরিক সেবা সমূহ ও কাঙ্খিত নাগরিক সেবা প্রাপ্তির ধাপসমূহ নিয়ে বিস্তারিত আলোচনা করা।
...আমাদের মনে রাখা দরকার👇
সরকারের সকল সেবাই ই সেবার আওতায় আসেনি
বিগত বছরগুলোতে বাংলাদেশে ইন্টারনেট ভিত্তিক নাগরিক সেবার প্রসার হয়েছে অনেক কিন্তু, এখনো অনেক প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ সার্ভিসসমূহ অনলাইনে বা ইসেবার আওতায় আসেনি, বা প্রক্রিয়াধীন আছে।
উদাহরণস্বরুপ বলা যায়, কাস্টম বন্ড কমিশনারেট সার্ভিসগুলোর কথা, যেখানে আপনাকে আগেকার ম্যানুয়াল পদ্ধতিতে অনুসরণ করেই আবেদন ও সেবা গ্রহণ করতে হবে।
আবার যদি বলি, আমিদানি রপ্তানি অধিদপ্তর থেকে যদি একটি ক্লিয়ার পারমিট বা প্রাইউর পারমিশন নিতে চান, তবে আপনাকে ম্যানুয়ালি কাগজপত্র সাবমিট করেই কাঙ্খিত সেবাটি গ্রহণ করতে হবে।
আমদানি রপ্তানি বিষয়ক আলোচনা
ব্লগের এই শাখায়, বাণিজ্য মন্ত্রণালয়ের (Ministry of Commerce) অর্ন্তগত আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের দপ্তর হতে পাওয়া ই সেবা ও অন্যান্য সাধারণ সেবাগুলো নিয়ে তথ্যবহুল আলোচনা করা হচ্ছে।
উদাহরণস্বরুপ বলা যায়, নতুন ইআরসি (ERC), আইআরসি (IRC) সার্টিফিকেট, ইম্পোর্ট পারমিট (IP) ও এক্সপোর্ট পারমিট (EP), শিল্প ইআরসি /ইআরসি ইত্যাদি Government Services - গুলো পেতে হলে কি কি ধাপ অনুসরণ করতে হবে তার একটি সম্যক চিত্র তুলে ধরা।
এই সার্ভিসগুলো অতীব গুরুত্বপূণ্য বলে আমরা মনে করি।
আমাদের বিশ্বাস, এই ব্লগের কন্টেন্টগুলো বাংলাদেশে নাগরিক সেবা পাওয়ার ক্ষেত্রে বহুলাংশে সাহায্য করবে।
..........................................
বিশেষ প্রয়োজনে যোগাযোগ করতে পারেন - srozybd@gmail.com ইমেইলে অথবা, কমেন্ট করতে পারেন।