OLM CCIE ফ্রি অনলাইন সেবা - আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের দপ্তর

বর্তমানে আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের দপ্তর থেকে OLM CCIE প্ল্যাটফরম ব্যবহার করে ৫২ টি অনলাইন সেবা বা ই সেবা বাংলাদেশের ব্যবসায়িদের (আমদানি রপ্তানি ব্যবসা)  প্রদান করা হচ্ছে। 


আমদানি রপ্তানি
আমদানি রপ্তানি

ওএলএম (OLM) কি?


ওএলএম (OLM)  মানে হচ্ছে - Online Licensing Module, ১ জুলাই ২০১৯ আমদানি রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের দপ্তর  থেকে  সারা দেশে OLM অনলাই সেবা চালু করা হয়। 


এটি একটি অনলাইন ভিত্তিক সেবা, অর্থ্যাৎ  এই প্ল্যাটফরমটি ব্যবহার করে একজন আমদানি ও রপ্তানিকারক আমদানি ও রপ্তানি পারমিট গ্রহণ করতে পারেন কোনরকম সমস্যা ছাড়াই।


শুধু আমিদানি বা রপ্তানি পারমিটই নয়, OLM CCIE  ব্যবহার করে - ইআরসি ও আইআরসি, ক্লিয়ার পারমিট, প্রথমবারের মতো নিবন্ধন, নবায়ন ইত্যাদি ই সেবাগুলো প্রদান করা হচ্ছে। 


ওএলএম (OLM) সেবা কোথায় পাওয়া যাবে?


বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের দপ্তর এর ওয়েবসাইটে গিয়ে olm ccie সেবাগুলো গ্রহণ করতে পারবেন। ওএলএম (OLM)  ওয়েবসাইটের এড্রেস হলো - https://olm.ccie.gov.bd/


olm ccie
olm ccie

সাধারণত সরকারি বিভিন্ন ডকুমেন্টে এড্রেসটি এইভাবে দেখতে পাবেন: www.ccie.gov.bd olm, এতে কোন সমস্যা নেই, যে কোন একটি দিয়ে গুগলে সার্চ দিলে ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে। 


ওএলএম একাউন্ট খুলতে যা যা দরকার


ওএলএম (OLM) একাউন্ট করতে আপনার একটি সচল ইমেইল ও  একটি মোবাইল নাম্বার প্রয়োজন হবে। নিচের ছবিতে অনলাইন রেজিস্ট্রেসন ফরমটি দেখা যাচ্ছে -


ওএলএম অনলাইন রেজিস্ট্রেশন
ওএলএম অনলাইন রেজিস্ট্রেশন 

ওয়েবসাইটটিতে প্রবেশ করে প্রথমে আপনার নিজের বা কোম্পাীর নামে একটি ফ্রি একাউন্ট করতে করে নিবেন, অতঃপর আপনার উইজার আইডি ও পাশওয়ার্ড (আপনার ইমেইলে সংক্রিয়ভাবে চলে আসবে) ব্যবহার করে লগিন করার পর আপনার কাঙ্কিত সেবাটির জন্য অনলাইন আবেদন করতে পারবেন।


olm account login
OLM Account Login



আবেদনের সময় সঠিক ক্যাটাগরি সিলেক্ট করার জন্য বেশী মনোযোগ দিতে হবে।


ওএলএম (OLM)-এর সুবিধা


  • এই সেবার মাধ্যমে আপনাকে সিসিআইএন্ডই অফিসে আসার প্রয়োজন নেই।
  • একাউন্ট খোলার জন্য কোন খরচ নেই।
  • অতিরিক্ত সময় ও অর্থ সাশ্রয়ী একটি ব্যবস্থা
  • ব্যাংকে গিয়ে কোন চালান কাটতে হবে না
  • আপনার ব্যক্তিগত বা কোম্পানীর নামে ইস্যুকরা সাটিফিকেটটি আপনি বাসায় বসেই ডাউন করে নিতে পারবেন।
  • এটি ব্যবহার করতে গিয়ে  কোন ধরনের সমস্যা হলে ফোনের মাধ্যমে সাহায্য নিতে পারবেন। 
  • আবেদন বর্তমানে কোন পর্যায়ে আছে তা অনলাইনে ট্রাক করা যায়। 


 ওএলএম (OLM) ব্যবহারের জন্য ইন্টারনেট এ প্রচুর অনলাইন সহায়িকা আছে যা খুব সহজেই বাণিজ্যিক মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারবেন। ”ccie olm” কিওয়ার্ডটি গুগলে লিখে সার্চ করলে প্রচুর তথ্য পেয়ে যাবেন নিঃসন্দেহে। 


এছাড়া, সিসিআইএন্ডই (CCIE) কর্তৃপক্ষ মাঝে মধ্যেই তাদের অংশীজনদের নিয়ে প্রশিক্ষণের ব্যবস্থা করে থাকেন। এই ধরনের প্রশিক্ষণে অংশগ্রহণ করে আপনিও ওএলএম (OLM) এর একজন দক্ষ ব্যবহারকারী হয়ে উঠতে পারেন পাশাপাশি অন্যদেরও এটি ব্যবহারে সহায়তা করতে পারেন। 


প্রধান নিয়ন্ত্রক আমদানি ও রপ্তানি অফিসের ঠিকানা


আমদানি  রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের দপ্তরের ঠিকানা


জরুরী প্রয়োজনে আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের দপ্তর এর কর্মকর্তাদের সাথেও যোগাযোগ করতে পারেন। 


পদবি : প্রধান নিয়ন্ত্রক (অতিরিক্ত সচিব)

অফিস : আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের দপ্তর

ই-মেইল : controller.chief@ccie.gov.bd

মোবাইল : ০১৭১২৬৬২৭০৯

ফোন (অফি) : ০২-৪১০৫০২২৮


পদবি : অতিরিক্ত প্রধান নিয়ন্ত্রক (চলতি দায়িত্ব)

অফিস : আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রকে দপ্তর

ই-মেইল : controller.add.chief@ccie.gov.bd

মোবাইল : ০১৯১২৬১১৪১৩

ফোন (অফি) : ০২-৪১০৫০২২৬


নাম : মোহাম্মদ খায়রুল আলম

পদবি : যুগ্ম-নিয়ন্ত্রক

অফিস : আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের দপ্তর

ই-মেইল : controller.ho@ccie.gov.bd

মোবাইল : ০১৭৪৬৬০০৬৪১

ফোন (অফি)   : ০২-৯৫৫০২৮৯


আশা করি,  আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্যের প্রসারে বাংলাদেশের ব্যবসায়িগণ OLM CCIE সিস্টেমটি ব্যবহারের মাধ্যমে উপকৃত হচ্ছেন। দ্রুত ও হয়রানিমুক্ত OLM Service  ইতিমধ্যে অনেকেরই প্রশংসা কুড়িয়েছেন।  


এ ব্যাপারে আরো কিছু জানার থাকলে কমেন্টে লিখুন।


TAG: #olm #ccie #online #service #business #online #service #mincom #ইসেবা


Post a Comment (0)
Previous Post Next Post